কাপুরুষ

কাপুরুষ

কাপুরুষ

লিখেছেন: আমার আমি | আগস্ট ১১, ২০১৭ - ২:১৫ পূর্বাহ্ন

দেখো, একদিন আমি লিখে ফেলবোই সেই অমর কবিতা!
কি করে তোমার বেড়াজ্বালে বন্ধি হয়ে আমি আমার জীবনের সব উচ্ছ্বাস হারিয়েছি!
কি করে আমি লেখক কিংবা সাধারন জীবনের ইতি টেনেছি!
কি করে আমি জীবনের সরল পথ হারিয়ে অন্ধকারে প্রবেশ করেছি!

দেখো, একদিন আমি বলেই ফেলবো!
তোমাকে ভাল রাখতে গিয়ে, কি করে আমি আমাকে গুটিয়ে নিয়েছি!
কি করে আমি নিজকে আমার সমাজের বাইরে টেনে ফেলেছি!
কি করে আমি ভুলে গিয়েছি আমার অতীত কিংবা শিশুকাল!

দেখো, আমি একদিন চিৎকার করে বলবোই!
কেন আমি আর মধ্য রাতের চাঁদের আলোয় আলোকিত হতে পারি না!
কেন শেষ রাতের শিয়াল গুলো জ্বলজ্বল চোখে আমাকে অবজ্ঞা করে যায়!
কেন আমার প্রিয় নীল আকাশ দূরে আরো!

দেখো, আমি একদিন জেগে উঠবোই!
বলবো কেন অর্থের প্রয়োজনে আমি এতটা বিভোর হয়েছি!
যদিও তোমাকে দেখলে আত্বহত্যার স্বাদ জেগে উঠে!
কিংবা কি করে আমি আমার যৌবন হারিয়েছি!

দেখো, একদিন আমি প্রকাশ করেই দেবো!
ক্যাল্কুলেটরে 'কমা' খোঁজার কাহিনী!
বাস্তব জ্ঞানহীন ব্যক্তির সর্বোচ সার্টিফিকেট অর্জন!
কিংবা গৃহপালিত মুরগী ব্যবস্থাপনা!

একদিন আমি লিখে ফেলবোই আমার সেই অমর কবিতা!
তুমি বেঁচে থাকতেই হয়ত!
জানি, কেহ হয়ত পড়বে না, সেই কবিতা! তাতে কি!
ইতিহাস সাক্ষ্য দেবে, কে সত্য ছিলাম, কেন ভাল বেসেছিলাম!

শেয়ার করুনঃ

 |   |   |  


বাবা তোমায় মনে পড়ে

বাবা তোমায় মনে পড়ে

বাবা তোমায় মনে পড়ে

লিখেছেন: আমার আমি | আগস্ট ২৬, ২০১৭ - ১১:০০ পূর্বাহ্ন

ঊনিশশ’ সাতাত্তর সাল
বাবার হলো এ কী হাল
ধরেছে ঘাতক রোগ
যন্ত্রণায় কাতর বুক।

দেহে বইছে পদ্মার ঢেউ
থামাতে পারছে না কেউ
দাও একবার শুইছে
বালিশে খানিকটা নুইয়ে।

এবার ধরে একটু তোলো
বাবার এ কী হাল হলো
যাও ঈদের নামাজ পড়ো
এসে পশু জবাই করো।

বাবাকে এই হালে রেখে
জামায় একটু সুগন্ধি মেখে
নামাজে হলো যাওয়া
হলো না ফিরনি খাওয়া।

ছয় তাকবিরে দুই রাকাত
ওয়াজিব হলো সারা
এসে দেখি বাবাকে এবার
যমদূত করছে তাড়া।

জিলহজ মাসের দশ তারিখ
রোববার সকাল বেলা
বাবা আমার নিলেন বিদায়
সাঙ্গ জীবনের খেলা।

-আগস্ট ২৬, ২০১৭ খ্রি.



.
 তাকেই ভালোবাস যে, তোমাকে ভালোবাসে।
.
 তার কথাই ভাব যে, তোমার কথা ভাবে।
.
 তাকে কখনোই কষ্ট দিওনা যে, তোমার কষ্ট সহ্য করতে পারে না।
.
 তাকে কখনো কাঁদিও না যে, তোমাকে কখনো কাঁদতে দেখতে চায়না।
.
 তাকে খুশি রাখ যে, তোমাকে সব সময় খুশি রাখে।
.
 তাকে নিয়ে স্বপ্ন দেখ যে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে।
.
 তার জন্য অশ্রু ফেল যে, তোমার জন্য অশ্রু ফেলে।
.
 তাকেই বুকে আগলে রাখ, যে তোমাকে বুকে আগলে রাখতে চায়।
.
 তার জন্য তুমি আল্লাহ্‌র কাছে দোয়া চাও যে, তোমার জন্য আল্লাহ্‌র নিকট দোয়া চায়।
.
 তার জন্য আল্লাহ্‌রর কাছে ক্ষমা চাও যে, তোমার জন্য আল্লাহ্‌র নিকট ক্ষমা চায়।
.
 তার ভাল কামনা কর যে, সব সময় তোমার ভাল কামনা করে।
.
 তাকে কখনো তুমি খালি হাতে ফিরিয়ে দিওনা যে, তোমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয়নি।
.
তোমার ভাল যে সব সময় চায় তাকে মূল্য দিতে শিখ। মানুষ কে ভালোবাসতে শিখ। তুমি যাকে মুল্য দিবে সে, অবশ্যই তোমাকে মূল্য দিবে। মানুষের কর্মের প্রতিদান দিতে শিখ। তাহলেই তোমার জীবন ধন্য হবে।
.
.
→লেখা: alamgirrahman (প্রেম কাব্যের অদ্ভুত লেখক)https://mobile.facebook.com/alamgir.rahman.9847

যারা কম্পিউটারে বিজয় বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।

যারা কম্পিউটারে বিজয় বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব



কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ
-
© F1: সাহায্য (Help);
© CTRL+ESC: Start menu চালু;
© ALT+TAB: চালু করা প্রোগ্রামগুলো থেকে
বাছাই;
© ALT+F4: প্রোগ্রম বন্ধ করা;
© SHIFT+DELETE: সরাসরি ফাইল ডিলিট করা;
© Windows Logo+L: কম্পিউটার লক করা;
© CTRL+C: কপি;
© CTRL+X: কাট;
© CTRL+V: পেস্ট;
© CTRL+Z: আনডু;
© CTRL+B: অক্ষর বোল্ড করা;
© CTRL+U: অক্ষর আন্ডারলাইন করা;
© CTRL+I: অক্ষর ইটালিক করা;
© SHIFT+right click: অতিরিক্ত শর্টকাট সহ
মেনু;
© SHIFT+double click: বিকল্প ডিফল্ট কমান্ড;
© ALT+double click: প্রোপার্টিজ প্রদর্শন;
© F10: মেনু বার চালু করা;
© SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্যে
শর্টকাট মেনু;
© CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার;
© ALT+DOWN ARROW: ড্রপ ডাউন মেনু খোলা;
© ALT+TAB: অন্য কোনো চালু করা
প্রোগ্রামে
যাওয়া ( সবগূলো প্রোগ্রাম দেখতে ALT
চেপে
ধরে TAB চাপুন );
© SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে
রাখুন;
© ALT+SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু
দেখা;
© CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক
উইন্ডো
থেকে অন্য উইন্ডোতে যাওয়া;
© ALT+আন্ডারলাইন কৃত অক্ষরঃ নির্দিষ্ট
মেনুতে
যাওয়া;
© ALT+F4: বর্তমান উইন্ডো বন্ধ করা;
© CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ
কোনো প্রোগ্রাম বন্ধ করা;
© F2: নির্বাচিত ফাইল রিনেইম করা;
© F3: ফাইল খোঁজা
© F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা
© F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা
© CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম
নির্বাচন
করা
© BACKSPACE: পুর্ববর্তি ফোল্ডারে যাওয়া
(ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের
পেইজ)
© Left ALT+left SHIFT +PRINT SCREEN: Toggles
high
contrast on and off;
© Windows Logo: Start menu;
© Windows Logo+M: সব প্রোগ্রাম মিনিমাইজ
করা;
© SHIFT+Windows Logo +M: মিনিমাইজ আনডু
করা;
© Windows Logo+E: Windows Explorer চালু করা;
© Windows Logo+F: Files অথবা Folders খোঁজা;
© Windows Logo+D: সব প্রোগ্রাম মিনিমাইজ
করা;
© Windows Logo+TAB: টাস্কবার চক্রাকারে
দেখা;
© Windows Logo+Break: System Properties
ডায়ালগ
বক্স চালু করা;
© Application key: নির্বাচিত আইটেমের
জন্যে
শর্টকাট মেনু;
© Windows Logo+L: উইন্ডোজ লগ অফ করা;
© Windows Logo+P: প্রিন্ট ম্যানেজার চালু
করা;
© Windows Logo+C: কন্ট্রোল প্যানেল চালু
করা;
© Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা;
© Windows Logo+K: Keyboard Properties
ডায়ালগ
বক্স চালু করা;
© Windows Logo+I: Mouse Properties ডায়ালগ
বক্স
চালু করা।
-
-
লাইক দিয়ে সাথেই থাকুন।।https://mobile.facebook.com/alamgir.rahman.9847

ভালোবাসার আত্মপ্রকাশের

ভালোবাসার আত্মপ্রকাশের




https://mobile.facebook.com/alamgirrahman803✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘

১.বাংলা = আমি তোমাকে ভালবাসি।

২.ইংরেজি = আই লাভ ইউ।

৩.ইতালিয়ান = তি আমো।

৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।

৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।

৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।

৭.জার্মান = ইস লিবে দিস।

৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।

৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।

১০.ফার্সি = দুস্তাত দারাম।

১১.তিউনিশিয়া = হাহে বাক।

১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।

১৩.লাতিন = তে আমো।

১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।

১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।

১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।

১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।

১৮.জুলু = মেনা তান্দা উইনা।

১৯.তুর্কি = সেনি সেভিউর ম।

২০.মহেলি = মহে পেন্দা।

২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।

২২.সহেলি = নাকু পেন্দা।

২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে) আওটচা (ছেলেকে মেয়ে)।

২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।

২৬.চেক = মিলুই তে।

২৭.পোলিশ = কোচাম গিয়ে।

২৮.পর্তুগীজ = ইউ আমু তে।

২৯.বসনিয়ান = ভলিম তে।

৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।

৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।

৩২.আলবেনিয়া = তে দুয়া।

৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।

৩৪.চাইনিজ = ওউ আই নি।

৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।

৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।

৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু।

৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।

৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে) এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।

৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে) ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।

৪১.গ্রিক = সাইয়াগাপো।

৪২.চেক = মিলুই তে।

৪৩.বর্মিজ = চিত পা দে।

৪৪.পোলিশ = কোচাম গিয়ে।

৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।

৪৬.ব্রাজিল = চিতপাদে।

৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ,।

৪৮.জাপানী = কিমিও আইশিতের।

৪৯.পাকিস্তান = মুজে তুমছে মহব্বত হায়।

৫০.ফার্সি = ইয়ে তাইমে।

৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।

৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।

৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে) এক হাত যাও লিফ (মেয়ে ছেলেকে)।
papry1858@gmail.com
৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।

৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।

৫৬.স্লোভাক = লু বিমতা।

৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।

৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।

৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।

৬০.বুলগেরিয়া = অবি চামতে।

৬১.আলবেনিয়া = তে দাসরোজ।

৬২.গ্রীক = সাইয়াগাফু।

৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।

৬৪.ইরান =সাহান দুস্তাহত দোহরাম।

৬৫.লেবানিজ = বহিবাক।

৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।

৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।

৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু।

৬৯.আরবী = আনা বেহিবাক (ছেলে মেয়েকে) আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।

৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।

৭১.ইথিওপিয়ান =ইনি ওয়াডিসাল্লেহ।

৭২.তেলেগু = নেনু নিন্নু প্রেমিসতুন্নানু।

৭৩.সুরিনাম = মি লোবি যোই।

Comments you're  momment