তামিম আবার ম্যাচ খেলতে রাজি হওয়ায় যা বললেন মাশরাফি?

তামিম আবার ম্যাচ খেলতে
রাজি হওয়ায় যা বললেন
মাশরাফি?
তামিম আবার ম্যাচ খেলতে
রাজি হওয়ায় যা বললেন
মাশরাফি?

এটাকে আপনি এক কথায় বলতে পারেন,
‘অবিশ্বাস্য’। অথবা ‘অভূতপূর্ব’! ‘পূর্ব-নির্ধারিত’
রিজার্ভ-ডে না থাকলেও বিপিএলে দ্বিতীয়
কোয়ালাইফাইয়ারের ম্যাচটি এখন হবে নতুন
করে তৈরি করা রিজার্ভ ডে-তে। সেটাও আবার
আরেকটু অদ্ভুতভাবে। খেলা আজ যেখান
থেকে শেষ হয়েছে, কাল শুরু হবে
সেখান থেকেই।
বৃষ্টির কারণে কাট-অফ টাইম পেরিয়ে
গেলেও খেলা শুরু হতে পারেনি, পরে
দীর্ঘক্ষণ এটা নিয়েই চলেছে আলোচনা।
কখনও তামিমের সঙ্গে বোর্ড কর্তা মাহবুব
আনাম, তামিমের সঙ্গে মাশরাফির, বোর্ড
কর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের-
নানা ধাপে, নানা ভাবে চলেছে কথা। শেষ
পর্যন্ত ‘রাজি করানো হয়েছে এক দল’কে,
খেলার জন্য। সেই দলটা এখন বুঝা যাচ্ছে
কুমিল্লা ভিক্টোরিয়ানস। যারা খেলতে রাজি
হয়েছে ‘বিপিএলের কল্যাণেই’।
মাশরাফির কন্ঠেও প্রায় একই সুর, ‘কোনও
দলেরই আসলে পরিত্যক্ত খেলার কারণে বাদ
পড়া উচিত নয়, বিশেষ করে ম্যাচটা যখন
সেমিফাইনাল। এটা আসলে বোর্ড বা এমন
কোনও কিছুর ব্যাপার নয়। এটা ক্রিকেটের
জন্যই ভাল একটা খবর। প্লেয়িং কন্ডিশন’
গুরুত্বপূর্ণ, আমরা ত্রিদেশীয় সিরিজের
আগে চোট পেতে চাই না। তামিমকে
অনেক ধন্যবাদ, এ সিদ্ধান্তকে সম্মান
জানানোর জন্য। বিপিএলের স্বার্থেই আমরা
আগামীকাল খেলবো। টুর্নামেন্টটা দারুণ
হচ্ছে।’
তামিম ইকবাল বলেছেন, ‘ঠিক আছে, আমাদের
জায়গায় অন্য কেউ হলে তারাও আমাদের
সঙ্গে এমনই করতো। বিপিএলের স্বার্থে
আমরা আগামীকাল খেলব। সব ঠিকঠাক এখন।
কাল আমরা ভাল খেলার পরিকল্পনা নিয়ে
নামবো। মাত্র ১২ ওভার বোলিং করতে হবে।
যে শুরুটা ভাল করতে পারবে, সেই পরে ভাল
করবে।’

বিপিএল ফাইনাল: ঢাকার সঙ্গী কে?

বিপিএল ফাইনাল: ঢাকার সঙ্গী কে?
বিপিএল ফাইনাল: ঢাকার সঙ্গী কে?
প্রকাশ : ০৯. ডিসেম্বর, ২০১৭ ১১:44
kobirajhat24.net
papry99.blogspot.com
গর্বিত কবিরাজহাট: আজ ৯ ডিসেম্বর,

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর
চলতি আসরে ফাইনালের টিকেট নিশ্চিত
করেছে ঢাকা ডায়নামাইটস।তবে ঢাকার
প্রতিপক্ষ হিসেবে কে ফাইনালে যাবে
সেটা এখন নিশ্টিত নয়।ঢাকার সঙ্গে
ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস না
রংপুর রাইডার্স মুখোমুখি হবে তা জানা
যাবে আগামীকাল।মিরপুর শেরেবাংলা
জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়
কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ও রংপুর
পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী
দল আগামী ১২ ডিসেম্বর জমকালো
ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে।
ঢাকা ৯৫ রানের বিশাল ব্যবধানে
কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
৩০ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি ১৬
রানে ৩ উ্ইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন
পাকিস্তানী বুম বুম শহীদ আফ্রিদি। ঢাকার
অধিনায়ক সাকিবও নিয়েছেন দুই উইকেট। kobirajhat24.net
papry99.blogspot.com
বিপিএলের এলিমেনটর ম্যাচে খুলনার
বিপক্ষে দারুণ জয় পেয়েছে রংপুর
রাইডার্স।ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস
গেইলের অনবদ্য ১২৬ রানের ইনিংসে ভর
করে ২৮ বল বাকি থাকতেই ৮ উইেকেটে জয়
পেয়েছে মাশরাফির দল।রংপুরের জয়ে
টুর্নামেন্ট থেকে ছিটকে
পড়েছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস।
এদিন মিরপুরে ক্রিস গেইলের ওয়ান ম্যান
শো দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।গেইল
একাই ৫১ বলে ১২৬ রান করে এ আসরের প্রথম
সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছেন।সেঞ্চুরি
করতে খেলেছেন মাত্র ৪৫ বল।তার ইনিংসটি
সাজানো ছিল ১৪টি ছক্কা ও ৬টি চারের
মারে।আর গেইলকে এদিন দারুণ সঙ্গ
দিয়েছেন মোহাম্মদ মিথুন।তিনি অপরাজিত
ছিলেন ৩৬ বলে ৩টি চারের মারে ৩০ রানে।
খুলনার হয়ে আর্চার দুটি উইকেট সংগ্রহ
করেছেন।
এর আগে দিনের শুরুতে টস জিতে
ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর
রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন
মর্তুজা। ব্যাটিংয়ে নেমে পুরান ও কার্লোস
ব্রাথ হোয়াইটের ব্যাটিংয়ে ভর করে ১৬৭
রান সংগ্রহ করে খুলনা। রংপুরের হয়ে
লাসিথ মালিঙ্গা ২টি, নাজমুল, রুবেল,
বোপারা ও সোহাগ গাজী ১টি করে উইকেট
সংগ্রহ করেন। kobirajhat24.net
papry99.blogspot.com
গতকাল খুলনা টাইটান্সকে হারিয়ে
ফাইনালে উঠার পথে এক ধাপ এগিয়ে গেছে
রংপুর রাইডার্স। ফাইনালে খেলতে হলে
তাদের আরেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে
হবে। এই পরীক্ষায় মাশরাফি বিন
মুর্তজাদের প্রতিপক্ষ কুমিল্লা
ভিক্টোরিয়ান্স।
কবিরাজহাট২৪ডটনেট/kobirajhat24.net



রিজার্ভ ডে’তে গড়ালো ম্যাচ       Kobirajhat24.net

রিজার্ভ ডে’তে গড়ালো ম্যাচ

      Kobirajhat24.net
রিজার্ভ ডে’তে গড়ালো ম্যাচ
      Kobirajhat24.net
========================

রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
মধ্যকার চলমান বিপিএলের দ্বিতীয়
কোয়ালিফায়ার ম্যাচ মোড় নিয়েছে
নাটকীয়তার দিকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি
কার্টেল ওভারে গড়ানোর শেষ সময়
৯.৩০ ওতিক্রম করার পর দ্বিতীয় ফাইনালিস্ট
নির্ধারণ করতে রংপুর ও কুমিল্লার মধ্যকার
ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি একদিন পর অর্থাৎ
সোমবার আবারো শুরু করার সিদ্ধান্ত
নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দু’দলের
মধ্যকার ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ তাই নৈতিকতা
থেকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে
বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ যে পর্যন্ত ম্যাচ গড়িয়েছে
আগামীকাল সন্ধ্যায় একই জায়গা থেকে
খেলা আবারো মাঠে গড়াবে বলে নিশ্চিত
করেছেন বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য
সচিব ইসমাইল হায়দার মল্লিক। স্টেডিয়ামের
মাইকে এই ঘোষণা দেন তিনি। এসময় তিনি
নিশ্চিত করেন আজকের ম্যাচের টিকিট
দিয়ে আগামীকালও খেলা দেখতে
পারবেন দর্শকরা।
প্রসঙ্গত দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য
কোন রিজার্ভ ডে না থাকলেও, ম্যাচের
গুরুত্ব বিবেচনা করে দুই মালিক পক্ষের
সম্মতিতে ম্যাচটি সোমবার আজকের জায়গা
থেকে আবারো পরিচালনার সিদ্ধান্ত নেয়
বিপিএল গভর্নিং কাউন্সিল।
এর আগে শঙ্কা থাকা স্বত্বেও নির্দিষ্ট
সময়েই মাঠে গড়িয়েছিল রংপুর রাইডার্স ও
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার একেএস
বিপিএল ২০১৭ আসরের দ্বিতীয়
কোয়ালিফায়ারের ম্যাচ। ঠিক-ঠাক গতিতে
সামনের দিকে এগোচ্ছিলও ম্যাচ। তবে
ম্যাচ শুরুর ঘন্টাখানেক সময় অতিক্রান্ত
হতেই শঙ্কাকে সত্য প্রমাণ করে ম্যাচে
বাগড়া দেয় বেরসিক বৃষ্টি।
এমতাবস্তায় ম্যাচের পরিণতি কি হতে পারে এ
নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্য দেখা
দিয়েছে চিন্তার ছাপ। বৃষ্টি বাগড়ায় ম্যাচ শেষ
পর্যন্ত মাঠে না গড়ালে ফাইনালে
উর্ত্তীণ হবে কুমিল্লা। তবে চূড়ান্ত
সিদ্ধান্ত জানানোর আগে শেষ পর্যন্ত
অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা।
প্রসঙ্গত ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে
আগের ম্যাচে শতক হাঁকিয়ে ফাইনালের
এক ধাপ কাছে নিয়ে আসা ক্রিস গেইলের
উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করেছে ৭
ওভারে ৫৫ রান। ২৪ বল মোকাবেলায় ৪ ছয়
ও ৪ চারের সাহায্যে ৪৬ রান নিয়ে অপরাজিত
আছেন চার্লস আর তাঁর সাথে অপরাজিত
আছেন ব্রেন্ডন ম্যাককালাম।
উল্লেখ্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস
জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়
কুমিল্লা। নিজেদের খেলা শেষ ম্যাচ
থেকে একটি করে পরিবর্তন এনে
আজকের লড়াইয়ে নামে উভয় দল। লাসিথ
মালিঙ্গা দেশে ফিরে যাওয়ায় তার জায়গায়
উদানাকে নিয়ে আজ মাঠে নামে রংপুর।
অন্যদিকে ডোয়াইন ব্রাভোর বদলে
গ্রায়েম ক্রেমারকে আজকের ম্যাচের
একাদশে অন্তর্ভুক্ত করে কুমিল্লা।
Papry99.blogspot.com