.CO.VU ফ্রী ডোমেইন(Free Domain)...

.CO.VU ফ্রী ডোমেইন(Free
Domain)...


আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও একটি নতুন
পোস্ট নিয়ে হাজির হলাম। এই পোস্ট তা আমার
নিজের লেখা না ওয়েব থেকে কপি করা নতুন বা
পুরনো ব্লগারদের জন্য একটি ডোমেইন খুবই
গুরুত্বপূর্ণ তাই পোস্ট টা কপি করলাম। BLOGGER
EXPERT এর কোনো RIGHT RESERVED করে
না।
তাহলে আসুন যেনে নেই কীভাব এই
ডোমেইন .co.vu লাগাবেন। এটা খুব সহজ কাজ।
১)প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নীচের
মত একটি রেজিস্টার পেইজ আসবে।
২)উপরের স্ক্রিনশটের উপরে ডান পাশে
ইন্ডিকেট করা Sign in  এ ক্লিক করুন।
৩)সাইন-ইন এ ক্লিক করার পরে তার নীচে
আপনি Crete a new Account  দেখতে পাবেন।
সেখানে ক্লিক করুন।ক্লিক করার পরে আপনার
ইমেইল,পাসওয়ার্ড ও নাম দিয়ে রেজিস্টার করুন
অথবা ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করে
চালাতে পারবেন।
৪)রেজিস্টার করার পরে আপনি সেখানে
আপনার  ডোমেইন টি লিখুন।যদি ডমেইন টি আগে
ব্যাবহার না হয়ে থাকে তাহলে আপনি সেই
ডোমেইন রেজিস্টার করতে পারবেন।
ডোমেইন আগে ব্যাবহার না হলে নীচের মত
আসবে।
৫)এবার Register Domain  এ ক্লিক করুন।
৬)তারপরে আপনাকে আসল কাজ শুরু করতে
হবে। মানে হল ব্লগে সেটাপ করতে হবে।
তাহলে আসুন শুরু করি আসল কাজ।
৭) Register Domain  এ ক্লিক করার পরে
নীচের মত আসবে।
৮)এবার বাম পাশে Blogger এ ক্লিক করুন।
তারপরে Configure To Blogger  এ ক্লিক করুন।
৯)এবার ব্লগারে যান।
১০)ব্লগারে গিয়ে Settings এ যান।তারপরে Setup
a 3 Party URL এ ক্লিক করুন।
১১)এবার www সহ আপনার ডোমেইন টা লিখুন
যেটা আপনি রেজিস্টার করেছেন।
১২)এবার সেভ ক্লিক করুন।সেভ ক্লিক করলে
নীচের মত আসবে।
১৩)উপরে ইন্ডিকেট করা কোড গুলো কপি
করে রাখুন।
১৪)এবার আবার .co.vu এর ওয়েবসাইট টি তে যান।
১৫) co.vu এর ওয়েবসাইট টি তে ৭ নাম্বার
অপশনে যান। নীচের মত।
১৬)এবার যে কোড গুলো কপি করে
রেখেছিলেন সে কোড গুলো নীচে বসান।
কোড গুলোর ডান পাশের নীচের টা Name এ
বসান আর কোড গুলোর ডান পাশের নীচের
টা Point Toতে বসান এবং Crete verification
CNAME এ ক্লিক করুন। ব্যাস কাজ হয়ে গেল।
এবার আপনার ব্লগে আবার যান ও ডমেইন
টাকে Save করুন। তারপরে আবার অই
ডোমেইনটার Edit বাটনে ক্লিক করুন তার
পরে Redirect serverbd.co.vu
to www.serverbd.co.vu .  এই লেখটার পাশে টিক
দিন এবং Save করুন।
১৭)এবার co.vu এর ওয়েবসাইট টি তে গিয়ে সবার
নীচে Test Domain এ ক্লিক করুন। যদি
ডোমেইন ঠিক ভাবে লাগানো হয়ে থাকে
তাহলে নীচের মত একটা পেইজ দেখাবে।

তথ্যসুত্রঃ ওয়েব (বিভিন্ন ব্লগ সাইট) এবং নিজের
অভিজ্ঞতা। ...
আজ এই পর্যন্তই। খুব শীগ্রই নতুন আর একটি
পোস্ট নিয়ে হাজির হবো। ভাল থাকবেন সুস্থ
থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ...

‘ক্ষিদে পেলেই আমি বিদ্যুৎ খাই, বিদ্যুৎ খেলেই শাক্তি বাড়ে আমার

‘ক্ষিদে পেলেই আমি বিদ্যুৎ খাই, বিদ্যুৎ খেলেই শাক্তি বাড়ে আমার

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের যখন ক্ষিদে পায় তখন আমরা ভাত-মাছ, ফলমূল খাই। অথচ ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা নরেশ কুমার খেয়ে থাকেন বিদ্যুৎ! আর সেখান থেকেই শরীরের প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করেন নরেশ। খবর ইন্ডিয়াটাইমসের।

আজব মানুষ! তার কাজও আজব। বিদ্যুৎ নিয়ে হরেক রকমের কেরামতি দেখাতে পারেন ৪২ বছরের নরেশ। এজন্য তাকে বলা হয় ‘দ্য হিউম্যান লাইট বাল্ব’ বা মানব বাতি।

নরেশ জানান, তার দেহ মূলত বিদ্যুৎ নিরপেক্ষ। উচ্চ ভোল্টেজ প্রবাহিত হলেও কোনো ক্ষতি হয় না দেহের। আর এ বিষয়টির প্রমাণও দেখিয়ে দেন নরেশ। ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার মুখে নিয়ে

অনায়াসে বসে থাকতে পারেন তিনি।

তবে তার বিদ্যুৎ থেকে এনার্জি পাওয়ার বিষয়টিই সবচেয়ে আশ্চর্যজনক। তিনি বলেন, ‘আমার যখনই ক্ষুধা লাগে এবং ঘরে কোনো খাবার থাকে না তখন আমি খোলা একটি বৈদ্যুতিক তার মুখে নেই। আধা ঘণ্টার মধ্যেই আমার ক্ষুধা মিটে যায়। অন্যান্য খাবারের মতোই বিদ্যুৎ খাই আমি। শক্তি বাড়ে আমার।’

বর্তমানে পাঁচ সন্তানের বাবা নরেশ। একটি হাসপাতালে মৃতদেহ গোসল করানোর কাজ করেন তিনি। ছয় বছর আগে আবিষ্কার করেন, তার দেহের বিদ্যুতের এই অসম্ভব ক্ষমতা। সে সময় দুর্ঘটনাক্রমে তিনি বিদ্যুতের একটি তার স্পর্শ করে বসেন। পরে দেখলেন, তাতে তার কোনো সমস্যাই হচ্ছে না।

তিনি খালি হাতে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র ধরতে পারেন। তার দাবি, এতে তার কোনো ক্ষতি হয় না। বরং এতে তার শক্তি বেড়ে যায়। তিনি বলেন, আমি তখন আশ্চর্য হয়ে যাই। এর আগ পর্যন্ত আমি আমার এই দক্ষতা সম্পর্কে জানতাম না। এটা ভগবানের উপহার। আমি খুশি যে তিনি আমাকে এই গুণ দিয়েছেন।

বিদ্যুৎ দেহের ভেতর দিয়ে গেলেও তার কোনো সমস্যা হয় না। বহু মানুষের সামনেই বহুবার এ কাজটি করে দেখিয়েছেন তিনি। এমনকি তার দেহে যখন বিদ্যুৎ চলাচল করে, তখন টেস্টার ধরলে সেটিতেও আলো জ্বলতে থাকে। এতে নরেশের কোনো যন্ত্রণা হয় না বলেই দাবি তার।
Papry99.com

আজকে পৃথিবীর বিভিন্ন দেশের টেলিফোনের ISD কোড গুলো তুলো ধরছি

আজকে পৃথিবীর বিভিন্ন দেশের
টেলিফোনের ISD কোড গুলো তুলো ধরছি


-
বাংলাদেশ → +880
ভারত → +91
মালয়েশিয়া → +60
বাহরাইন → +973
সৌদি আরব → +9660
কাতার → +974
আরব আমিরাত →+971
আফগানিস্তান → +93
পাকিস্তান → +92
ব্রুনাই → +673
কম্বোডিয়া
চীন →+86
নেপাল → +977
উজবেকিস্তান →+998
ভিয়েতনাম →+84
ইন্দোনেশিয়া →+62
ইরান → +98
ইরাক → +964
ইসরায়েল →+972
জাপান → +81
জর্ডান → +962
কাজাখস্তান →+7
কলাম্বিয়া → +803
শ্রীলঙ্কা →+94
রাশিয়া →+7
মায়ানমার → +95
ওমান →+968 .  ApK
ফিলিপাইনস →+63
থাইল্যান্ড →+66
সিঙ্গাপুর →+65
সিরিয়া →+963
বেলজিয়াম →+32
অস্ট্রিয়া →+43
ব্রাজিল →+55
যুক্তরাজ্য →+44
আর্জেন্টিনা →+54
অষ্ট্রেলিয়া →+61
দঃ কোরিয়া → +82
আলজিরিয়া →+213
ভুটান →+975
কুয়েত →+965
ইয়েমেন →+967
তাইওয়ান → +886
রাশিয়া →+95
তুরস্ক → +90
বুলগেরিয়া→+359
কানাডা→+1
চেকোস্লোভাকিয়া →+42
ফিনল্যান্ড →+358
প. জার্মান→+89
পূর্ব জার্মান→+37
ইটালি→+39
ভ্যাটিকান→+66982
কেনিয়া→+254
মেক্সিকো→+52
মরক্কো→+212
নেদারল্যান্ড→+31
নিউজিল্যান্ড→+64
ফিলিপাইন→+63
পোল্যান্ড →+48
দ. আফ্রিকা→+27
স্পেন→+34
সুদান →+249
সুইডেন→+46
সুইজারল্যান্ড→+41
তিউনিশিয়া→+216
-
তথ্য- সংগৃহীত (গর্বিত কবিরাজহাট)


BCS টিপস

BCS টিপস


-
কোন দেশে গরুর জাতীয় পরিচয়পত্র করার
জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চাওয়া হয়েছে.?
ভারত।
-
'মৈমনসিংহ গীতিকা' কে সংকলন করেন___
দীনেশচদ্র সেন।
-
বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ হচ্ছে.?
রাশিয়া।
-
BRICS ব্যাংক এর প্রতিষ্টাতা সদস্য সংখ্যা কত.?
৫ টি।
-
জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র
কোনটি.?
মোনাকো।
-
ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে বিশ্বের শক্তিশালী
দেশের তালিকায় শীর্ষে রয়েছে__
যুক্তরাষ্ট্র।
-
বিশ্বের সর্বাধিক শরণার্থী আশ্রয় প্রদান
করে.?
তুরস্ক।
-
বাংলাদেশ ব্যাংকের প্রধান বিভাগ কয়টি.?
দুইটি।
-  Papry99.com
কাজ করার সামর্থ্যকে বলে__
শক্তি।
-
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি
পাওয়া যায়.?
বৃষ্টি।
-
২০১৭ সালের হিসেবে বর্তমানে বাংলাদেশের
মানুষের গড় আয়ু কত.?
৭০.৬ বছর।
-
সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি.?
প্লাটিনাম।
-
মানবদেহে জিনের সংখ্যা কত.?
৪০০০০ হাজার।
-
'টুপি' শব্দ কোন ভাষা থেকে এসেছে.?
পর্তুগিজ।
-
বাংলাদেশ প্রথম টেস্ট খেলে কোন
দেশের সাথে.?
ভারত।
-
সুয়েজ খাল কোন দেশের মধ্যে.?
মিসর।
-
SMOG____কী.?
দূষিত বাতাস।
-
বর্তমানে ভারতে জাতীয় রাজনৈতিক দলের সংখ্যা
হচ্ছে.?
৭ টি।
-
এশিয়ার স্বাধীন দেশ কয়টি.?
৪৪ টি।
-
OIC ৪৫তম সম্মেলন কোথায় অনুষ্টিত হবে.?
বাংলাদেশ।
-
সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ
কোনটি.?
যুক্তরাষ্ট্র।
-
মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি.?
কাতার।
-
৮ মে ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের কততম জন্মবার্ষিকী ছিল.?
১৫৬তম।
-
'চর্যাপদ' কোন ধর্মাবলম্বী কবিদের রচনা.?
বৌদ্ধ।
-
'নির্মল চর' কোন জেলায় অবস্থিত.?
রাজশাহী।
-
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার
কে.?
এ এন সাহা।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট
কে.?
জর্জ ওয়াশিংটন।
-
ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল কত সাল
পর্যন্ত.?
১৮৫৪ সাল।
-
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট
ফোর্স গঠিত হয়___
৩ টি।

সুন্দর গল্প আসুন একটি গল্প শিখি যার নাম Preposition


সুন্দর গল্প
আসুন একটি গল্প শিখি যার নাম Preposition


আজ সকালে একটা মুরগির ডিম কিনে
বাসায় যাচ্ছিলাম। কিসের ডিম মুরগির। এর
বোঝালে of. দোকান থেকে from বাসার
দিকে to. কিন্তু গতি শেষ বোঝাতে onto.
হঠাৎ মহুয়া আপু আর ববী আপুর সাথে দেখা।
সাথে বোঝালে with. আমি তাদের ডিম
সিদ্ধ করে খাওয়াব। দুই ভাগ করলাম। একটা
বড় আরেকটা ছোট। বড় জায়গার আগে in
ছোট জায়গার আগে at. দুইজনের মধ্যে অমিল
সৃষ্টি হলো। বিরোধ বোঝালে against.
দুইজনের মধ্যে বোঝালে between. হঠাৎ
আহাদ ভাই আরিফ ভাই সালমান ভাই এপি
আপু কনক ভাই হিরা ও মাহমুদা আসল। বলল
আমরাও চাই। হিরা ও মাহমুদা এসে সবার
মাঝে ভাগ করে দিলেন। সবার মাঝে
বোঝাতে among. রাজীব ভাই বলল আকাশ
ভাই ডিম কার জন্য এনেছিলেন। জন্য for.  Papry99.com
ডিমের উপর লবণ দেওয়া। উপর বোঝালে on.
একটা একটু উপরে মাছি ছিল। স্পর্শ ছাড়া
উপরে above. একটা তেলাপোকা উপর দিয়ে
উড়ে গেল। উপর দিয়ে যাওয়া over. নিচে
ছিল একটা প্লেট ছিল। নিচে under, beneath.
পাশে ছিল চামচ। পাশে beside. খাওয়ার
আগে ঝগড়া পরে মাসতী। আগে before পরে
After. তারপর আমরা সবাই নৌকা দিয়ে
নদী পার হয়ে রাস্তার ধার দিয়ে
হাটছিলাম। নদী পার হওয়ার ক্ষেত্রে
across, রাস্তার পাশে along. আমরা বনের
মধ্যে যাচ্ছিলাম। কোনো কিছুর মধ্যে
যাওয়া। through. হঠাৎ অনু আপু অরিন আপুকে
বলল, সর্বশেষ কবে ডিম খেয়েছেন? মিরাব
বলে উঠল, আমি সর্বশেষ ডিম খেয়েছিলাম
2015 সালের এপ্রিল মাসের 15 তারিখের
দুপুর ২ টায়. বছরের আগে in, মাসের আগে in,
দিনের বা তারিখের আগে on, বারের আগে
on, সময়ের আগে at. রাজীব ভাই বললেন,
ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না।
সম্পর্কে বোঝালে about. আমরা আমরা
সন্ধ্যায় সবাই যার যার বাসায় চলে
গেলাম। সন্ধ্যার আগে in.

বিশ্বের অজানা তথ্য

বিশ্বের অজানা তথ্য

***শান্ত সাগর কোথায় অবস্থিত == চাঁদ
***মশার কয়টি দাঁত রয়েছে==৪৭ টি
***যে ভাষা থেকে "Education"
শব্দটি উৎপত্তি হয়েছে ===ল্যাটিন
***আক্কেল দাঁত এর ইংরেজী প্রতিশব্দ
কোনটি===. wistom teeth
***মাকড়সার পা কতটি===৮টি
***এশিয়ার সবচেয়ে বড় শপিংমল
কোথায় অবস্থিত== ঢাকা
***কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান
ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয়
না=হাইড্রোজেন বোমা
***মানুষের মস্তিষ্কের ওজন == ১.৩৬
কেজি
***পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
কারুইন বিশ্ববিদ্যালয় কোথায়
অবস্থিত== মরক্কো
***নিচের কোনটিকে চাঁদ
থেকে দেখা যায়===.চীনের
মহাপ্রাচীর
***বিশ্বের সর্ববৃহৎ গ্রাম
কোনটি==বাংলাদেশের বানিয়াচং
***উইকিলিকস পার্টি কোন দেশের
রাজনৈতিক দল==লিবিয়া
***ফেসবুক সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়
হতে তার কার্যক্রম শুরু করে===হাভার্ড
***ডিমে কোন ভিটামিন নেই==সি
***বরফকে সংরক্ষণের জন্য কি ব্যবহার
করা হয়===. কাঠের গুড়া
***"রজনীগন্ধা" ফুলের
ইংরেজি কি==Tube-rose
***মাফিয়া (Mafia) কি===অপরাধীদের
সংগঠন
Papry99.com
***পারমাণবিক বোমার আবিষ্কারক
কে== ওপেন হাইমার
***বাংলাদেশের সবথেকে উচুঁ বৃক্ষের
নাম কী===বৈলাম
***ঢাকা বিশ্বর কততম "মেগাসিটি" -
===১৬ তম
***জনসংখ্যার দিক
দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম
থানা কোনটি== জুড়াইছড়ি
***শরীর বিদ্যার জনক কে===লুই পাস্তুর
***কোন বাংলাদেশী ২ বার এভারেস্ট
জয় করেছেন===এম. এ. মুহিত
***কোন প্রাণীর কান নেই === ফড়িং
***আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক
কে===ম্যাক্সওয়েল
***"Post-mortem" শব্দটির বাংলা অর্থ
কি===ময়না তদন্ত

প্রশ্ন উত্তরের পালা

প্রশ্ন উত্তরের পালা


কোন প্রানী বাচ্চা জন্মদিয়েই মারা যায়?
উওর- মাকড়সা
-
মৌমাছির রাণী কতটি ডিম দেয়?
উওর- ৩০ হাজার
-
কোন প্রানীর পেটে বাচ্চা রাখার থলে
আছে?
উওর- ক্যাংগারু
-
শীত নিদ্রা আসে কোন প্রানীতে?
উওর- ব্যাঙে
-
কোন সন্ত্যপায়ী প্রানী ডিম পাড়ে?
উওর- প্লাটিপাস
-
বিশ্বের সবচেয়ে বড় মাকড়সার নাম কি?
উওর- গোলিয়েথ মাকড়সা
-papry99.com
ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
উওর- দূষিত বাতাস
-
চোখের পানি কেন সৃষ্টি হয়?
উওর- ল্যাক্সিম গন্থির জন্য
-
কচু খেলে কেন গলা চুলকায়?
উওর- ক্যালসিয়াম অক্সালেট
-
মানুষ কেন কালো হয়?
উওর- মেলানিনের জন্য

চাকরির সাক্ষাৎকারে করা যাবে না যে ১০ ভুল অনলাইন ডেস্ক | ১১ আগস্ট ২০১৭, ১৪:২২

চাকরির সাক্ষাৎকারে করা যাবে না যে
১০ ভুল

অনলাইন ডেস্ক | ১১ আগস্ট ২০১৭, ১৪:২২


চাকরির সাক্ষাৎকার দিতে যাবেন। বড় উপলক্ষ—হ্যাঁ,
উপলক্ষই তো! একটি সাক্ষাৎকারেই তো ঘুরে
যেতে পারে আপনার জীবনের মোড়। সমৃদ্ধির
পথে শুরু হতে পারে আপনার পথচলা। এত বড় যে
উপলক্ষ, সেখানে তো অবশ্যই ভালো প্রস্তুতি
নিয়ে যাওয়া উচিত। নিজেকে একটু অন্যভাবে
উপস্থাপন করা, একটু উপস্থিত বুদ্ধির পরিচয় দেওয়া,
কথাবার্তায় সতর্ক থাকা—এগুলো তো
অবশ্যকরণীয়। অনেক আরাধ্য যে সাক্ষাৎকার,
সেখানে যেকোনো অসতর্কতা কিন্তু সর্বনাশ
ডেকে আনতে পারে চাকরিপ্রার্থীর জন্য। কিছু
জিনিস আছে, যা চাকরির সাক্ষাৎকারে কখনোই করা
উচিত নয়। কী সেগুলো, একবার চোখ বুলিয়ে
প্রস্তুত হন সামনের কোনো সাক্ষাৎকারের
জন্য...
অনাগ্রহ
আপনার আবেদন দেখেই কিন্তু প্রতিষ্ঠান
আপনাকে সাক্ষাৎকার দিতে ডেকেছে। আপনাকে
নেওয়াই তাদের উদ্দেশ্য। কিন্তু সেখানে
সাক্ষাৎকার যাঁরা নিচ্ছেন, তাঁদের সামনে যদি আপনার
অনাগ্রহ প্রকাশিত হয়ে পড়ে, তাহলেই কিন্তু
সর্বনাশ! এটা ঠিক, চাকরিপ্রার্থীরও চাকরি নিয়ে
পছন্দ-অপছন্দ থাকতে পারে। এমন হতে পারে,
আপনি হয়তো পছন্দের চাকরির সাক্ষাৎকারের
আগেই একটু কম পছন্দের চাকরির সাক্ষাৎকার দিতে
এসেছেন, কিন্তু তারপরও অনাগ্রহ দেখাবেন না।
অপরিপাটি বেশভূষা
আগেই বলা হয়েছে, চাকরির সাক্ষাৎকার মানুষের
জীবনের বড় উপলক্ষ। সে কারণে এতে
নিজের সবচেয়ে সেরা পোশাকটাই পরে যাওয়া
উচিত। কথায় আছে, আগে দর্শনদারি তারপর
গুণবিচারী। সাক্ষাৎকার কক্ষে আপনাকে দেখে
যদি পছন্দই না হয়, তাহলে কর্তৃপক্ষ কেন আপনার
ভেতরের অভিজ্ঞতা ও জ্ঞানের খোঁজ নিতে
চাইবে? চাকরির সাক্ষাৎকারে বেশভূষা তাই ভীষণ
গুরুত্বপূর্ণ।
দেরি করে যাওয়া
চাকরির সাক্ষাৎকারে দেরিতে আসা ভয়াবহ ভুল।
এখানে কোনো অজুহাতের সুযোগ নেই, কারণ
কর্মীর সময়ানুবর্তিতা প্রতিষ্ঠানের জন্য খুবই
গুরুত্বপূর্ণ। দেরি করে সাক্ষাৎকার দিতে যাওয়াটাই
একটা বড় ত্রুটি, সেখানে অজুহাত দেখানো আরও
বড় ভুল। দেরি করে গেলে আপনার চাকরি পাওয়ার
সম্ভাবনা অনেকটাই কমে যেতে বাধ্য।
প্রস্তুতি ছাড়াই সাক্ষাৎকারে যাওয়া
আপনাকে দু-একটি প্রশ্ন করেই প্রশ্নকর্তারা বুঝে
যাবেন আপনার প্রস্তুতি কেমন। তখন তাঁরা আপনার
প্রতি আগ্রহই হারিয়ে ফেলবেন। সে কারণে
প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে
পারেন, প্রশ্ন তো যেকোনো বিষয় নিয়েই
হতে পারে—প্রস্তুতিটা কী নেব! অন্তত নিজের
বিষয়টি সম্পর্কে বা যে পদে সাক্ষাৎকার দিচ্ছেন,
সেটি সম্পর্কে একটু পড়াশোনা করে যাওয়াই যায়।
অপ্রাসঙ্গিক কথা বলা
‘আপনি আমাদের সম্পর্কে কতটুকু জানেন’ অথবা
‘আপনি এখানে কেন চাকরি করতে চান’—সাক্ষাৎকার
পর্বে এই দুটি প্রশ্নের মুখোমুখি চাকরিপ্রার্থী
হতেই পারেন। এসব প্রশ্নের জবাবে কখনোই
অপ্রাসঙ্গিক কোনো কথা কিংবা অহেতুক প্রশংসা
করবেন না। এ ধরনের কোনো কিছু বললে
সেটা উল্টো আপনার যোগ্যতা কমিয়ে দেবে।
যথাসম্ভব বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে
প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করুন।
ফোনের রিং বেজে ওঠা
সাক্ষাৎকার দেওয়ার আগে নিজের মোবাইল
ফোনটি বন্ধ রাখাই উচিত। সাক্ষাৎকার দেওয়ার সময়
পকেটে ফোন বেজে ওঠাটা অশোভন ব্যাপার।
এতে আপনার চরিত্রের নিস্পৃহভাবই ফুটে ওঠে।
বোঝা যায়, কাজের প্রতি আপনার আগ্রহ কম।
সাক্ষাৎকার যাঁরা নিচ্ছেন, তাঁরা অনুমান করে নেন, চাকরি
দিলেও আপনি ঠিক একই কাজ করবেন।
আগের চাকরির বদনাম
নতুন চাকরির সাক্ষাৎকার দিতে এসে আগের
প্রতিষ্ঠান নিয়ে বাজে কথা বলা খুব অন্যায়। এটা
একধরনের চারিত্রিক দোষ। আগের চাকরিটা নিয়ে
আপনার মনে যদি কোনো ক্ষোভ থেকেও
থাকে, নতুন চাকরির সাক্ষাৎকারের সময় তা চেপে
রাখাই ভালো। সাক্ষাৎকার যাঁরা নেন, তাঁরা এই একটি
ব্যাপার থেকেই আপনার সম্বন্ধে ধারণা পেয়ে
যাবেন। সে ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে
যাবে অনেকটাই।
বেতন জিজ্ঞাসা করা
সাক্ষাৎকার দিতে গিয়েই বেতনের প্রসঙ্গ তুলে
বসবেন না যেন। এটি বেশ অশোভন।
সাক্ষাৎকার
গ্রহণকারীরা যদি বেতনের প্রসঙ্গ তোলেন,
তাহলে আগ বাড়িয়ে নিজের চাহিদার কথা বলতে
যাবেন না। প্রতিষ্ঠানের বেতনকাঠামো সম্বন্ধে
একটু পড়াশোনা করেই সাক্ষাৎকার দিতে যাওয়া
ভালো। তবে নিজের চাহিদা সাক্ষাৎকারের সময় না
জানানোই ভালো। ছেড়ে আসা প্রতিষ্ঠানের
বেতন নিয়ে ভুল তথ্য দেওয়াও খুব বড় অপরাধ। সব
সময় মনে রাখবেন, প্রতিটি প্রতিষ্ঠানের কাছেই
অন্য প্রতিষ্ঠানের বেতনকাঠামোর
প্রয়োজনীয় তথ্যাদি থাকে।
প্রতিষ্ঠান সম্পর্কে না জানা
যে প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে এসেছেন, সে
প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ
সাক্ষাৎকার দিতে এসে যদি সেই প্রতিষ্ঠানের মৌলিক
বিষয়গুলোই বলতে না পারেন, তাহলে সেটা
বিপর্যয়কর। চাকরিদাতা আপনাকে চাকরি দেওয়ার
উৎসাহই হারিয়ে ফেলবেন। তাই সাক্ষাৎকার দিতে
যাওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা
নিয়ে যাওয়া উচিত।

নেতিবাচক শরীরী ভাষা

‘চাকরি হলে আপনাকে প্রতিদিন অফিসের সময়ের
বাইরেও থাকতে হতে পারে’—এমন কথা যদি আপনার
পছন্দ নাও হয়, তারপরও শরীরী ভাষায় নেতিবাচকতা
ফুটিয়ে তুলবেন না। হাসিমুখে বলবেন, ‘সেটা আমি
জানি’ বা ‘আমার কোনো অসুবিধা নেই’। ছুটির পরেও
অফিসে থাকতে হতে পারে বলা মানে এই না যে
আপনাকে প্রতিদিন থাকতে হবে। কিন্তু সাক্ষাৎকার
দেওয়ার সময়ই যদি আপনি মুখ কালো করে
ফেলেন, তাহলে সেটি আপনার চাকরি পাওয়ার
ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখতে বাধ্য।