অনামিকা ২ এক ভয়ংকর আত্মা

অনামিকা ২ এক ভয়ংকর আত্মা
[""""""""""""''''''"''"#অনামিকা_২"""""""""""'"""""]
[______<<#এক_ভয়ঙ্কর_আত্বা>>______]
Written_By:-#Gorbito kobirajhat
=============পর্ব:-১===========

অনামিকার কথা ভেবে আজও জারিনের শরীলে কাঁটা দিয়ে উঠে।
আবার যদি সে ফিরে আসে।
আবার যদি তাদের জীবন টাকে আবার এলোমেলো করে দেয়।কিন্তু প্রত্যয়ের ভালোবাসা জারিনের মন থেকে সব ভয় দূর করে দেয়।
প্রত্যয়ের বুকে মাথা রেখে সারাটা জীবন এভাবেই কাটাতে চায় জারিন।

ঠিক ৪ বছর পর.....

কিছুদিন হলো প্রত্যয় লেখাপড়া শেষ করে একটা ব্যবসা শুরু করেছে।বেশ ভালোই চলছি।
কিন্তু একদিন সকালে জারিনের হঠাৎ শরীল খারাপ হয়ে যায়।
কিন্তু সে কাউকে বলে না।
সেদিন বিকেলে জারিন লোকিয়ে ডাক্তারের কাছে চলে যায়।
সেখানে কিছু টেষ্ট করিয়ে যা ধরা পরে তাতে জারিনের চোখের কোণ থেকে এক ফোঁটা জ্বল গড়িয়ে পড়ে।
সে যা শুনলো তা কি সত্যি?এখনও ডাক্তারের কথা তার বিশ্বাস হচ্ছে না।
সে চিন্তা করতে থাকে কিভাবে এই কথাটা প্রত্যয়কে জানাবে।
সন্ধ্যায় প্রত্যয় বাড়ি ফেরে।অদ্ভুত একটা ব্যেপার লক্ষ করে সে।প্রতিদিন বাড়িতে আসতেই জারিন তার কাছে ছুটে চলে আসে কিন্তু আজ আসে নি কেন।চারপাশ খুজতে খুজতে হঠাৎ তার নজর বিছানার দিকে পড়লো।দুটো বাচ্চা পুতুল রাখা সেখানে,একটা মেয়ে অন্যটা ছেলে।সাথে একটা কাগজ।কাগজ টা হাতে নেয় প্রত্যয়।সেখানে লিখা ছিল""তোমার ইচ্ছে মতো যেকোন একটা পুতুল তুলে নাও।"
প্রত্যয় ভালোভাবে পুতুল গুলো দেখতে থাকে এর পর মেয়ে বাচ্চা পুতুলটাকে হাতে তুলে নেয়।ঠিক তখনই পেছন থেকে জারিন প্রত্যয়কে জরিয়ে ধরে।আর বলে উঠে""
:-আমার মিষ্টি মেয়ের বাবা টা আজ আসতে দেরি করলো কেন?(অভিমান করার অভিনয় করে)
:-জারিন!(চমকে)
জারিন লজ্জা পেয়ে চলে যেতে চায়।কিন্তু প্রত্যয় আটকে ফেলে।
:-কি হলো বলো ।
:-কিরে দেখতে পারছিস(পেট এর দিকে তাকিয়ে)তোর বাবা একটা লেইট লতিফ।প্রতিদিন এভাব লেইট করে।দেখ দেখ তুর মা কে একটুও ভালোবাসে না।
প্রত্যয়ের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না।শুধু একটা কথাই জিগ্যেস করলো "সত্যি জারিন?''জারিন প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল।দুজনে খুশিতে পাগল হয়ে যাচ্ছে।তাদের মুখ থেকে কোন কথা বেরোচ্ছে না।সেই মুহূর্ত টাকে তারা উপভোগ করছে।
পরদিন সকালে প্রত্যয় একগাদা মিষ্টি নিয়ে বড়ি আসে।সকলে জিগ্গেস করতে থাকে কিসের মিষ্টি।প্রত্যয় সবাইকে খুশির খবরটা দেয়।সবাই খুব খুশি।প্রত্যয়ের মা জারিন কে কালো টিকা লাগিয়ে দেয় যেন এই খুশিতে কারো নজর না লাগে।

কিন্তু কেও জানে না এই খুশিতে কারো অনেক আগেই নজর লেগে গেছিল।বেশি দিন নয় মাত্র কয়েকটা মাস।তার পর সব শেষ............

এক এক করে দিনগুলো পার হয়ে যাচ্ছে।আলাদা করে প্রত্যয় ও তার পরিবার জারিনের খেয়াল রাখছে।খাওয়া থেকে ঘুম সবকিছুতে নজর রাখছে।একটু সরিল খারাপ হতেই সবাই অস্থির হয়ে যায়।
প্রত্যয় জারিনের পেটের কাছে গিয়ে কান পেতে থাকে।
একটু আওয়াজ হলেই আনন্দের সীমা থাকে না তার।
জারিন নিজের ভেতর আস্তে আস্তে একজনের অস্তিত্ব বুঝতে পারে।বুঝতে পারে কেও বড় হচ্ছে।
জারিন চায় সবার আগে সে প্রথম তার সন্তানকে কোলে নেবে।এদিকে প্রত্যয়ও তাই চায়।
এই নিয়ে জারিন আর প্রত্যয়ের মধ্য মিষ্টি ঝগড়া হয় সব সময়।
যে আসছে তাকে নিয়ে জারিন আর প্রত্যয়ের অনেক স্বপ্ন।
কিন্তু কিসের যেন একটা ভয় সবসময় কাজ করে জারিনের ভেতর।
কয়েক মাস পর নতুন অতিথি আসার সময় হয়ে যায়..... 
kobirajhat24.net
একদিন হঠাৎ জারিন ব্যথায় ককিয়ে উঠে।চিৎকার করতে থাকে।
জারিন কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যয় জারিনের হাতটা শক্তকরে ধরে রাখে।কিন্তু অপারেশন করার জন্য জারিন কে নিয়ে যাওয়া হয়।
যখন জারিন কে নিয়ে যাচ্ছিল প্রত্যয়ের কেন যানি মনে হচ্ছিল তার ভেতর থেকে প্রাণ টা কেও কেড়ে নিচ্ছে।
কিছুক্ষন পর ডাক্তার বেরিয়ে আসে।
প্রত্যয় তাকে জিগ্যেস করতে থাকে জারিন কেমন আছে।আর তার বাচ্চা কোথায়।
ডাক্তার প্রত্যয়ের কাঁধে হাত রেখে বলে।
সরি আমরা অনেক চেষ্টা করেও মা বা মেয়ে কাওকেই বাঁচাতে পারলাম না।
প্রত্যয় নিরব হয়ে যায়।যেন পাথর হয়ে গেছে সে।
সবাই প্রত্যয়কে ধরে কাঁদতে থাকে।
একটু পর একটা নার্স দৌড়াতে দৌড়াতে আসে।
:-ডক্টর ডক্টর অলৌকিক কিছু ঘটে গেছে।যে বাচ্চাটা একটু আগে মৃত ছিল সে হঠাৎ বেঁচে উঠেছে।

কথাটা শুনে ডক্টর সেখানে যেতে লাগলো।প্রত্যয় যেন আশার আলো দেখলো।সাথে প্রত্যয়ও দৌড়ে সেখানে গেল।
গিয়ে দেখে এক পাশে জারিনের দেহটা বেডের উপর পড়ে আছে,অন্যদিকে সেই ছোট্ট শিশুটি কাঁদছে।
প্রত্যয় আস্তে আস্তে বাচ্চার কাছে গেল।
ডাক্তার বাচ্চাটা কে প্রত্যয়ের হাতে তুলে দিয়ে বলল

:-আজ এক অলৌকিক কিছু আপনার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে।
ও এখন সম্পূর্ণ সুস্থ।
কিন্তু একটু আগেও ওর নার্ভ চলছিল না আরও অনেক সমস্যা ছিল।
কিন্তু কি করে আবার সে বেঁচে উঠলো মেডিকেল সাইন্সে এর কোন উত্তর নেই।

প্রত্যয় তার মেয়েকে নিয়ে জারিনের মৃত দেহের সামনে গেল।
:-চিৎকার করে কাঁদতে থাকে প্রত্যয়....ফিরে এসো জারিন এই দেখ আমাদের মেয়ে।
তুমি না ওকে প্রথম কেলে নিবে বলেছিলে,ওঠো জারিন।
দেখ আমি তোমার আগে ওকে কোলে নিয়েছি।তুমি অভিমান করেছো সেইজন্য?
এইযে কান ধরলাম আর এমন হবে না।এভাবে অভিমান করে থেকো না।তুমি জানো না আমি তোমায় ছাড়া থাকতে পারি না।উঠো জারিন...কথা বল.. উঠো....বলে কাঁদতে লাগলো।

ঠিক তখনই কোলে থাকা বাচ্চাটা প্রত্যয়ের চোখের কাছে হাতটা বাড়িয়ে দিল।যেন চোখ মুছে বলতে চাইছে...তোমি কেঁদো না আমি আবার ফিরে এসেছি।এইতো আমি।
papry99.blogspot.com
পরদিন বিকেলে জারিনকে কবর দেয়া হয়।প্রত্যয় জারিনের সেই তাবিজ টা নিয়ে বসে থাকে।আর শুধু দরজার দিকে চেয়ে থাকে।
এই বুঝি জারিন এলো।
ঠিক তখনই পেছন থেকে কেও ঢেকে উঠে।প্রত্যয়....প্রত্যয় পেছনে তাকায়।
জারিন...
প্রত্যয় আমি আছি সবসময় তোমার কাছে তোমার পাশে........ সব সময়।
তুমি আমাদের সন্তানের খেয়াল রাখ।সে ভালো থাকলে আমি ভালো থাকব।সে তো আমারই অংশ।
প্রত্যয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
জারিন চলে যায় সেই না ফেরার দেশে।
এদিকে প্রত্যয় মনে মনে বলতে থাকে হে জারিন আমি আমাদের সন্তান কে খুব ভালো রাখবো।

প্রত্যয় বিশ্বাস করে তার মেয়ের মধ্যে জারিন আবার ফিরে এসেছে।

"""তাই সে বাচ্চারও নাম রাখে জারিন।"""

সে জারিনের খুব খেয়াল রাখে।শত কাজের মাঝেও জারিন কে সে সময় দেয়।খুব ভালোবাসে জারিন কে।এভাবে দিন যেতে লাগলো।

প্রায় ১৮ বছর পর....

আর দুই দিন পর জারিনের জন্মদিন।
সবাই খুব খুশি।সেদিন খুব বড় করে অনুষ্ঠান হবে।চার দিকে সবাই কাজে ব্যস্ত।
সময়ের পরিবর্তনে সবাই ভুলে যায় আর মাত্র দুইদিন পরই সেই দিন।
দুইদিন পর যে ২২ বছর পূর্ণ হতে চলেছে।জেগে উঠবে অনামিকা।
আর বদলে যাবে এই সুখের দিনগুলো।............

(চলবে)

পরের পর্বের জন্য অপেক্ষা করুন :

গ্রামীণফোন এমবি ও মিনিট অফার

গ্রামীণফোন এমবি ও মিনিট অফার
প্রতিদিন নতুন নতুন পোষ্ট পেতে 
এর সাথেই থাকুন ।
≡ Menu

জিপি সিম রিরেজিস্টার করে জিতে নেন ২০০ টাকার টকটাইম(জিপি -জিপি)
জিপিতে MB এর অফারগুলো দেখে নিন কোনগুলো আপনার জন্য প্রযোজ্য।
বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের সুবিধা দিল গ্রামীণফোন (মার্চ ৩১, ২০১৬)
গ্রামীণফোনে সকল গ্রাহকে শর্তসাপেক্ষে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট ফ্রী
ফেসবুক প্যাক এর মেগাবাইট দিয়ে সকল ব্রাউজার + প্লে স্টোর ব্রাউজ + সব ডাউনলোড
জিপি সিমে Flexiplan ছাড়াও MB এর মেয়াদ ১ মাস বাড়ান। মাত্র ১.১৮ টাকা খরচ করে।
 Previous Post
বন্ধ হচ্ছে আড়াই কোটি সিম! জানুন পরবর্তী শর্তসমূহ
Next Post 
ভিডিও তৈরির নতুন অ্যাপ আনল ফেসবুক  Home  GP 
 Blog Comments 1  Facebook Comments 0 2. ২+ ( ১৫% ভ্যাট এবং মোট মূল্যের উপর ৩% সম্পূরক শুল্ক ) টাকায় আপনি পাচ্ছেন ৬ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
=কিনতে ডায়াল করুন *1000*6#
=মিনিট চেক করতে ডায়াল করুন *1000*2#
=মিনিটের মেয়াদ মাত্র ৪ ঘন্টা ……..
=*1000*9# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।
3. ৩ টাকা ( ভ্যাটসহ ) টাকায় আপনি পাচ্ছেন ১০ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
কিনতে ডায়াল করুন *5000*70#
মিনিট চেক করতে ডায়াল করুন
*1000*2#
 ক্রয় করার সময় থেকে ৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে
4. ৫ টাকায় ২০মিনিট+৫এমবি+৫এসএমএস+৫এমএমএস
=কিনতে ডায়াল করুন *111*10*1#
= *111*10*99# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।
= মেয়াদ ২ দিন, রাত ১০টা-সকাল ৮টা
5. ৫.৫০ টাকায় ১৭মিনিট+১৭এসএমএস
=কিনতে ডায়াল করুন *111*10*8#
= *111*10*94# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।
= মেয়াদ ১ দিন, রাত ১২টা-বিকাল ৪টা
6. ১৩ টাকা ( ভ্যাটসহ ) টাকায় আপনি পাচ্ছেন ৪০ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
কিনতে ডায়াল করুন *111*29#
মিনিট চেক করতে ডায়াল করুন
*1000*2#
 ক্রয় করার সময় থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে
SHARE THIS  আপনারা সবাই কেমন আছেন।আশা করি ভাল।আচ্ছা কাজের কথাই আসি,আমাদের অনেক সময় বেশী কথা বলার প্রয়োজন হয়।কিন্তু আমরা টাকা দিয়ে কথা বললে আমাদের সাশ্রয় হয়না। তখন আমরা মিনিট কিনে কথা বলতে পারি।এই জন্য নিচের টিপসটি দেখুন:------

এবার ফেসবুক মেসেঞ্জারে পাঠানো যাবে হাই রেজুলেশন ছবি


 Kobirajhat24.net
Nov 29, 2017 10:12 AM
এবার ফেসবুক মেসেঞ্জারে পাঠানো যাবে হাই রেজুলেশন ছবি
এই পাতার আরো খবর
সর্বাধিক পঠিত

ফেসবুক মেসেঞ্জারে মেসেজের পাশাপাশি ছবি কিংবা ভিডিও শেয়ার করা হয়। একই সঙ্গে ভয়েস কল কিংবা ভিডিও কলও করার সুযোগ রয়েছে।

দিন দিন এই অ্যাপ তার ঝুলিতে নিত্য নতুন ফিচার অ্যাড করছে। প্রায় প্রতি সপ্তাহেই এসব অ্যাপ আপডেট চায়। আর প্রতিবার আপডেটে কিছু না কিছু সুবিধা বা ফিচার যোগ হতে থাকে।

মেসেঞ্জারে আগে 2k ছবি শেয়ার করা যেত। গত মঙ্গলবার মেসেঞ্জার কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এখন থেকে মেসেঞ্জার 4k বা বর্তমান সময়ের সবচেয়ে হাই রেজুলেশন ছবিও শেয়ার করা যাবে। ফলে এখন থেকে মেসেঞ্জারেও ইউজাররা হাই রেজুলেশনের ছবি একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে, যেটা আগে ছিল না। এই ছবির রেজুলেশন হবে 4096 X 4096।

তবে মন খারাপের বিষয় হচ্ছে এখনই এই সুবিধা এখানে পাওয়া যাবে না। মেসেঞ্জার কর্তৃপক্ষ আপাতত আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ায় এই ফিচার চালু করেছে।

এই ফিচারের সুবিধা পেতে ইউজারকে অবশ্যই তার মেসেঞ্জারকে আপডেট করে নিতে হবে। আপডেট ছাড়া এসব দেশেও 4K ছবি শেয়ার করা যাবে না।

মেসেঞ্জার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, দু'এক সপ্তাহের ভেতর এখানেও এই সুবিধা পাওয়া যাবে। আমাদের এখানে একটু দেরি করে আসার কারণ অবশ্য ভিন্ন। এখনও অনেকের কাছে 4k ছবির কনসেপ্ট পরিষ্কার নয়। তাই এখানকার মানুষ আক্ষরিক অর্থেই 4k ছবি বা ভিডিওর সঙ্গে তেমন পরিচিত নয় আর অপ্রচলিত ছবি শেয়ার করা তো পরের ব্যাপার। তবে খুব শিগগিরই আমাদের দেশে ফেসবুক মেসেঞ্জার আপডেটে পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাপ আপডেট চাওয়ামাত্র সেটা আপডেট করে নিতে হবে।


বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/ papry99.blogspot.com

দুই শিশুর ছবি নিয়ে. "চিনে" তোলপাড়

দুই শিশুর ছবি নিয়ে.  "চিনে" তোলপাড়

বাসের নিচে থাকা ক্যারিয়ারে ঝুলে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে চীনের দুই শিশু। ছবিটি 'পরিবার-বিচ্ছিন্ন' শিশুদের অবস্থা ও তাদের কল্যাণের বিষয়টি নিয়ে দেশটিতে তুমুল আলোড়ন তৈরি করেছে।

দেশটির সংবাদ মাধ্যমে ছেলে দুটির নাম উল্লেখ করা হয়নি, তবে তারা দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি প্রদেশের দরিদ্র একটি গ্রামের ছেলে। তাদের বাবা-মা কাজ করেন প্রতিবেশি গুয়াংডং প্রদেশে। বাবামায়ের সঙ্গে দেখা করতে ওই দুই শিশু এভাবে লুকিয়ে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিল।

তাদের স্কুল শিক্ষক ২৩ নভেম্বর তারা নিখোঁজ বলে খবর দেন। ওই একই দিনে একটি বাস স্টেশনে বাসের নিচে তাদের খুঁজে পাওয়া যায়।

ছবিতে দেখা যায় দুটি ছেলেরই সারা শরীর কাদা মাখা এবং তারা বাসের তলায় কিছু একটা ধরে ঝুলছে।  

'তারা বাবা-মায়ের সন্ধানে বেরিয়েছিল'
সার্দান মর্নিং পোস্ট পত্রিকার খবর অনুযায়ী, ছেলে দুটির বয়স 'আট বা নয়'। পথে বাসটি একটি স্টেশনে থামলে নিরাপত্তা কর্মীরা তাদের খুঁজে পায়।

যাত্রাপথের পাঁচ কিলোমিটার পথ বাসটিকে খাড়া চড়াই বেয়ে উঠতে হয়েছিল।

কর্মীরা অবাক হয়ে গেছেন কীভাবে অক্ষত অবস্থায় ছেলে দুটি ওই পথটা পাড় হয়েছে।

'শিশু দুটি খুবই রোগা, কাজেই বাসের নিচটা তাদের লুকিয়ে থাকার জন্য খুবই উপযুক্ত জায়গা ছিল,' ওই পত্রিকাকে বলেন বাস কোম্পানির একজন কর্মচারী।

স্টাফরা জানায়, ছেলে দুটি তাদের প্রশ্নের উত্তর দিতে চায়নি। তবে সার্দান মর্নিং পোস্টকে একজন কর্মচারী বলেন, 'আমরা জানতে পেরেছি এই ছেলে দুটির তাদের বাবা-মার জন্য খুব মন খারাপ করছিল। তারা বাবা-মাকে খোঁজার বৃথা চেষ্টায় বাসের নিচে লুকিয়ে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। '

খবরে বলা হচ্ছে- তাদের আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে এবং ওইদিনই সন্ধ্যাবেলা আত্মীয়রা তাদের নিয়ে গেছে।

'হৃদয়বিদারক'


চীনের অনলাইন ব্যবহারকারীরা এই ঘটনায় স্তম্ভিত। জনপ্রিয় সিনা ওয়েবো সাইটে বিষয়টি নিয়ে কয়েক হাজার মানুষ আলোচনা করেছে। ছবিটি ব্যাপক শেয়ার হয়েছে এবং বহু মানুষ এই ঘটনাকে 'হৃদয়-বিদারক' বলে মন্তব্য করেছে।

'চীনের স্বপ্নভঙ্গ'

এই ঘটনার পর অনেকেই ''চীনা স্বপ্ন''-এর ধ্যানধারণা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ শুরু করেছে। ২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগত ও জাতীয় আদর্শের যে ধ্যানধারণা তুলে ধরেছিলেন কম্যুনিস্ট তাকে জনপ্রিয় শ্লোগানে পরিণত করেছে। 
তার পরিকল্পনার মধ্যে একটি হল ২০২০ সালের মধ্যে দারিদ্র দূরীকরণ।

অনলাইনে একজন মন্তব্য করেছে: চীনের উত্থানের পেছনে রয়েছে অভিবাসী শ্রমিকদের শোষণ,'এই মন্তব্য ২০০টি লাইক পেয়েছে। 
আরেকজন লিখেছেন এই দুই শিশুর জন্য ''চীনের স্বপ্ন তিক্ততায় ভরা। '

'চীনের স্বপ্ন কি এই শিশুদের স্বার্থের কথা ভাবে না?' প্রশ্ন তুলেছেন তারা। -বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/  .https:?/Kobirajhat24.netদুই শিশুর ছবি নিয়ে তোলপাড়