ইতিহাস গড়লো 'বড় ছেলে'

ইতিহাস গড়লো 'বড় ছেলে'

ইতিহাস গড়লো 'বড় ছেলে'

১৯/০৯/২০১৭, ১২:৩২



বাংলাদেশের মানুষের কাছে মধ্যবিত্ত বনাম উচ্চবিত্ত জীবনের দ্বৈরথ আর প্রেমের গল্প সবসময়েই জনপ্রিয় ছিল। এরই ধারাবাহিকতায় আরেকটি উদাহরণ 'বড় ছেলে' নামের একটি টিভি নাটক।

ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারের পরই আলোচনায় চলে আসে টেলিছবি ‘বড় ছেলে’। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর প্রশংসা করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা। টিভিতে মিস করার পর এবং চারপাশে আলোচনা শোনার ফলে ইউটিউবে ‘বড় ছেলে’কে দেখা হয়েছে দেদার।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি মাত্র ৯ দিনে ছুঁয়েছে ৫০ লাখের মাইলফলক। বাংলাদেশের আর কোনও নাটক বা টেলিছবির এমন নজির নেই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এর বর্তমান ভিউ ৫৩ লাখ।

'বড় ছেলে' নাটকটিতে মধ্যবিত্ত ছেলের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, আর উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকের আবেগতাড়িত সংলাপ, কাহিনীর কেন্দ্রিকতা আর নির্মাতার পরিমিতিবোধ নাটকটিকে সফল করেছে; এরই ধারাবাহিকতায় নাটকটির প্রশংসায় পঞ্চমুখ এর দর্শকেরা।


ছবি দেখে ছড়া নির্মাণ ছোট্টরা আপাতত দুরে থাক (দাদার সূচি)

ছবি দেখে ছড়া নির্মাণ ছোট্টরা আপাতত দুরে থাক  (দাদার সূচি)

আংশিক নয় পুরাটা পড়ুন..
ছবি দেখে ছড়া, লিখা

সুচিঃ____________

আসেন দাদা হাতটা ধরেন আমি
আপনার সুচি,
দুজন মিলে রোহিঙ্গাদের
করবো কুচি কুচি।

আপনে শুধু পাশে থাকেন
নেইতো ওদের মাফ,
দাদা চাইলে হতে পারেন আমার
পোলার বাপ!

দুজন মিলে মানবতার পাঁছায়
দিব বাঁশ,
বাঁশের উপর কাটবে জীবন ওদের
বারোমাস।

কেমন সাঁজা সাঁজলাম আমি
দেখেন দাদা চেয়ে,
বয়স বেশি কিন্তু দাদা আমি
কোমল মেয়ে!

----------------------দাদা----------------------

তোমার রুপে নেইতো যাদু আছে
হিংস্র মুখ,
তোমায় দেখে মাঝে মাঝে
কাঁপে আমার বুক!
আশার কথা, খুনি তুমি শুধুই
মুসলমানের,
এদিক থেকে বন্ধু তুমি আমার
প্রিয় প্রাণের।

রক্ত ঝরে যখন দেখি
রোহিঙ্গাদের মুখে,
বুকটা আমার তোমার প্রেমে
ভরে ওঠে সুখে।

খুনি হয়ে খুনির প্রেমে প্রেম
জমবে ভারী,
আসল পুরুষ আছি দাদা দেখবে
কেমন পারি!

……………………সুচি…………………

কি যে বলেন লজ্জা দিলেন
আস্থা আমার ছিলো,
বুকের মাঝে প্রেমের ঢেউয়ে
হঠাৎ মোচড় দিলো!

প্রাণের দাদা এবার আমায়
নিজের করে নিন,
বিনিময়ে মানুষ খুনের
স্বীকৃতিটা দিন।

নো-বাল প্রাপ্ত খুনি আমি
শান্তির মানসকন্যা,
দাদা আছেন ঝরবে দ্বিগুণ ওদের
রক্তের বন্যা।

………………দাদা……………

মুসলমানের রক্ত ঝরুক গো-মাতা
থাক জিন্দা,
রোহিঙ্গাদের আত্মরক্ষায়
জানাই আমি নিন্দা।

গুলি করে মারবে ওদের কোপে
কোপে খণ্ডিত,
জ্যান্ত পুড়ে মারবে আবার
ফাঁসির রায়ে দণ্ডিত।
ধর্ষণ করে মারতে হবে কোমল
নারী পেলে,
আমার চেয়ে পটু জানি তোমার
দেশের ছেলে!

…………………সুচি………………

দাদার মনের আশা আমার পূরণ
করা ফরজ,
দাদার দেশের কোটি রুপি
আমার আছে করজ।
দাদার সাথে মিলে এবার
মানবতার পিছে,
আইক্কা ঢুলি বাঁশের বাগান
দিবো ওদের খিঁচে।

………………কবি বলেন…………………

স্বপ্ন দেখো ইচ্ছে মত কর যতই
সন্ধি,
সময় হলে দুজন খুনি হবে ঠিকই
বন্দি৷

স্বপ্ন দেখতে বাঁধা কিসের? না
হলে স্বপ্নদোষ!
দোষের বোঝা নেয়না তো আর
বেচারা নন্দঘোষ!

দাদার সাথে ডাইনি সুচির
কাবাব হবে চিতায়,
এখন না হয় বগল বাজাও ক্ষণিক
সময় জিতায়।

নাফ নদীটা সাক্ষী হবে সেদিন
মোদের হয়ে,
আজকে যারা হায় অসহায়
যাচ্ছে সবই সয়ে।

সালাহ্ উদ্দিন আল আইয়ুবি আর
আরতুগ্রুল গাজী,
জন্ম নিবে ঘরে ঘরে রাখবে
জীবন বাজি।
ট্রাম্পো সুচি গুদি মুদি সবাই
যাবি ভেসে,

তোদের রক্তে আমরা যাবো
জয়ের হাসি হেসে।
অলিক স্বপ্ন ভাঙ্গবে সেদিন
জাহান্নামে পুড়ে,
চেয়ে দেখিস জান্নাতে ঐ
রোহিঙ্গারা উড়ে।


বীরগঞ্জে থানার সামনের দোকানে দিন-দুপুরে দুর্ধষ্য চুরি।

 বীরগঞ্জে থানার সামনের দোকানে দিন-দুপুরে দুর্ধষ্য চুরি।

 .
বীরগঞ্জে থানার সামনের দোকানে দিন-দুপুরে
দুর্ধষ্য চুরি। আটক-০১
হাসান জুয়েল ॥ দিনাজপুরের বীরগঞ্জ থানার
গেটের সামনে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাকিং
এবং বিকাশ এর শাখা দৃষ্টি ইলেকট্রো নামে একটি
দোকানে দিনদুপুরে তালা কেটে ৮লক্ষ টাকা নিয়ে
পালিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ উপজেলা
ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রিয়াদ মাহমুদ রনি
(৩০)নামে এক যুবককে আটক করেছে বলে
জানিয়েছে বীরগঞ্জ থানার এএসআই মোঃ মামুনুর
রশিদ মামুন।
রিয়াদ মাহমুদ রনি পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা
মোঃ মনতাজ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে থানা গেটের সামনে অবস্থিত ডাচ
বাংলা এজেন্ট ব্যাকিং এবং বিকাশ এর শাখা দৃষ্টি
ইলেকট্রো দোকানে এ চুরির ঘটনা ঘটেছে
দৃষ্টি ইলেকট্রোর মালিক আরিফ মাসুম পল্লব জানান,
দুপুর সোয়া ১টায় দোকান বন্ধ করে জুমার
নামাজের জন্য বাড়ীতে যাই। দুপুর ২টায়
দোকানের কর্মচারী বুলু দোকান খুলতে এসে
দেখে দোকানের তালা কাটা। বিষয়টি সে আমাকে
তাৎক্ষণিক ভাবে মোবাইলে জানায়। আমি ছুটে
এসে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সহ
দোকানের ভিতরে প্রবেশ করি এবং দেখতে পাই
দোকানে রক্ষিত ডাচ বাংলা এজেন্ট ব্যাকিং এবং বিকাশ
এর লেনদেনের টাকা নেই। বিষয়টি পুলিশকে
জানালে বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ
আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকানের
আনুমানিক ৮লক্ষ টাকা চুরি হয়েছে বলে প্রাথমিক
ভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ বিষয়টি নিশ্চিত
করে জানান, রহস্যজনক চুরির ঘটনা তদন্তে পুলিশ
কাজ শুরু করেছে। চুরির ঘটনার প্রকৃত তথ্য শীঘ্রই
উদঘাটন করা হবে।www.papry99.com



আজ ৬ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আক্ষেপের দিন।

আজ ৬ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আক্ষেপের দিন।

আজ ৬ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আক্ষেপের দিন। আজ থেকে ২১ বছর আগে এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে রহস্যজনক ভাবে বিদায় নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের ফ্যাশন আইকন শাহরিয়ার চৌধুরী ইমন উরফে সালমান শাহ, যিনি শার্ট লম্বা হওয়াতে তা গুটিয়ে রেখে কিংবা মাথায় গামছা বেঁধে নতুন স্টাইলের জন্ম দিতেন! ক্ষণজন্মা এ মহানায়কের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।এক নজরে সালমান শাহ● আসল নাম : শাহরিয়ার চৌধুরী ইমন● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার● বাবা : কমর উদ্দিন চৌধুরী● মা : নীলা চৌধুরী● স্ত্রী : সামিরা● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত● শেষ ছবি : বুকের ভেতর আগুন● প্রথম নায়িকা : মৌসুমী● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)● মোট ছবি : ২৭টি● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার■ সালমান শাহ অভিনীত ছবির তালিকা:ছবির নাম :: ছবি মুক্তির তারিখ ::● কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ● তুমি আমার - ১৯৯৪ সালের ২২ মে● অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন● সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট● বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর● স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর● কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ● দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ● স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে● আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট● মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর● আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর● 'প্রেমযুদ্ধ' - ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি● এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল● প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন● তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন● স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই● সত্যের মৃত্যু নেই - ১৯৯৬ সালের ৭ ই অক্টোবার● জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর● মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর● চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর● প্রেম পিয়াসী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল● স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই● শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই● আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট● বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টে: