গণতন্ত্র

গণতন্ত্র
  বন্ধুরা,
মুলত বর্তমানে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা দুঃশ্চিন্তার মধ্যেই আছি সবাই, আর এর যে মুল বিষয়টি তা হল "গণতন্ত্র" এই নিয়েই বর্তমানের মুল আলোচনা । আসলে কোন দল যে "গণতন্ত্র" রক্ষা করছে আর করবে সেটা আমার বোধগম্য নয় ।
 
আমরা সাধারন মানুষ এতকিছু বুঝি না, বুঝতে চাইও না, চাই "আমার ভোট আমি দেব-যাকে খুশি তাকেই দিব" নির্বাচন আসলে যেন নিজের ভোট-টা পছন্দের প্রার্থীকে দিতে পারি এটাই চাওয়া । পাঁচ বছর পর নির্বাচন কাজেই ভোট-টা যদি দিতে না পারি বিষয়টি অবশ্যই দুঃখজনক ।
দল-মত জাতি ধর্ম নির্বিশেষে একজন যোগ্য নেতা বেছেই ভোট প্রদান করতে হবে, যে দল নয়, দেশ তথা জনগনের উন্নয়নে স্বার্বক্ষনিক ভুমিকা রাখতে পারবে সৈই নেতাকেই আমাদের ভোট দেওয়া উচিৎ বলেই মনে করছি ।
আশাকরি ভোটের অধিকার থেকে কোন দলই সাধারন জনগনকে বন্চিত করবে না । অতএব- আমার ভোট আমিই দেব-যাকে খুশি তাকেই দিব ।।