স্বাগত ‘২০১৮’: ধুয়ে মুছে যাক সকল হিংসা- বিদ্বেষ- ক্লান্তি

স্বাগত ‘২০১৮’: ধুয়ে মুছে যাক সকল হিংসা- বিদ্বেষ- ক্লান্তি
স্বাগত ‘২০১৮’: ধুয়ে মুছে যাক সকল হিংসা- বিদ্বেষ- ক্লান্তি

গর্বিত কবিরাজহাট : পশ্চিম
আকাশে ডুবে গেছে ২০১৭ সালের শেষ সূর্য।
স্বাগত নতুন বছর। 
ভোরের সূর্যের আলো আজ জানান দিচ্ছে স্বাগতম ২০১৮। সকল ক্লান্তি আর হিংসা
বিদ্বেষ পেছনে ফেলে আরেকটি নতুন বছরে পুরো বিশ্ব। 
নতুন বছরকে বরণ করে নিতে
আয়োজনের যেন কমতি নেই।
নতুন বছরকে বরণ করে নিতে বীরগঞ্জের বিভিন্ন স্থানে চলছে আয়োজন।
বছরের শুরুতে নিজেকে নতুন করে সাজাতে
প্রস্তুত বীরগঞ্জের জনসাধারণের । কেউবা কিনবে নতুন
গাড়ি, কেউ বানাবে বাড়ি, কেউবা আবার পরিবার নিয়ে বিদেশ দিবে পাড়ি।
 সমাজের বিত্তবানরা নতুন বছরকে
বরণে নানা আয়োজন করলেও খেটে খাওয়া মেহনতি মানুষগুলোর বছরের প্রথম দিন কাটবে সাদা মাটা।
প্রতিদিনের মত গৃহকর্তা বেরিয়ে পড়বে দু-বেলা খাবার যোগাতে তার কর্মস্থলে। 
গৃহীনিরা ব্যস্ত হয়ে পড়বে সাংসারিক কাজকর্মে। kobirajhat24.net কে    এমনটাই জানালেন কিছু মেহেনতি
মানুষ।
বীরগঞ্জবাসী বলেন, আমরা বাড়ি ঘর করার স্বপ্ন দেখি না। 
ডাল ভাত ভালো কইরা খাইতে পারি এই প্রত্যাশা করি। 
যা আছে তাই যেনো আগামী বছর থাকে। 
আশা প্রত্যাশা বেশি না থাকলে  বীরগঞ্জসহ কবিরাজহাটবাসীর নতুন বছরটি হোক মঙ্গলময়.... kobirajhat24.net. / পরিবার