== ১৬ই ডিসেম্বর ১৯৭১ - সাদেক হোসেন খোকা == kobirajhat24.net

== ১৬ই ডিসেম্বর ১৯৭১ - সাদেক হোসেন খোকা == kobirajhat24.net
== ১৬ই ডিসেম্বর ১৯৭১ - সাদেক হোসেন খোকা == kobirajhat24.net

(১৯৭১ সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। 
২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। 
জড়িত ছিলেন বিভিন্ন সাহসী গেরিলা অপারেশনে। 
১৬ ডিসেম্বর তিনি ও তার সহযোদ্ধারা মিলে টেলিভিশন ও রেডিওর নিয়ন্ত্রণভার গ্রহণ করেছিলেন। 
মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের কলাকৌশল, যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন ও ১৬ ডিসেম্বরের ঘটনা)
           kobirajhat24.net
আমার মনে পড়ে, আত্মসমর্পণের পর রেডিও-টেলিভিশন এগুলোর নিয়ন্ত্রণ আমরা গ্রহণ করি। 
শাহাদাত চৌধুরী, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, এখলাসউদ্দিন আহমদ প্রমুখের প্রচেষ্টায় টেলিভিশন অন এয়ারে আসে। 
পরে সেদিন রাতে মেজর হায়দার (পরে কর্নেল হায়দার) ঢাকা এবং নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। টেলিভিশন ভবনে আমি যখন প্রথম লোক পাঠাই তখন দু'একজন কর্মী সেখানে ছিল। 
তারা ভয়ে পালিয়ে যাচ্ছিল। 
তাদের একত্র করে অন্যদের সহযোগিতায় টিভি চালানো সম্ভব হয়। 
মেজর হায়দারের ভাষণ দিয়েই অনুষ্ঠান শুরু করা হয়। 
বারবার সে ভাষণ প্রচার করা হয়।

রেডিওতেও আমরা যাই এবং সেখানকার নিয়ন্ত্রণভার গ্রহণ করি। সাভারের মেইন টাওয়ারের যন্ত্রপাতি তখন কে বা কারা খুলে নিয়ে গিয়েছিল। 
সেগুলো খুঁজে বের করে সেটিকে আমরা আবার চালু করার ব্যবস্থা করি।

তখন মুক্তিযোদ্ধাদের নিজস্ব একটা নেটওয়ার্ক ছিল। 
সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা অবগত হই যে, ১৬ তারিখ পাকবাহিনী আত্মসমর্পণ করছে। আমি তখন মানিকনগরের দিক দিয়ে আসছি ঢাকার দিকে। 
সেখানে অনেক রাজাকার আত্মসমর্পণ করে। 
আমার যতদূর মনে পড়ে, ওইদিন সকাল থেকেই আমরা ঢাকায় ছিলাম।

ওই দিন বিভিন্ন দিকে বিচ্ছিন্নভাবে কিছু গোলাগুলি হয়েছিল। 
আনন্দ-উল্লাসে মেতে ওঠে অনেক বেসামরিক লোক কিছু গোলাগুলি করেছিল। 
আতঙ্কিত হয়ে পাকিস্তানি আর্মিও কিছু গুলি করেছিল। 
১৬ তারিখ বিকেলেই আমরা জানতে পারি রায়েরবাজারে কিছু মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
সেখানে লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। 
তখন খবর সবেমাত্র ছড়িয়ে পড়েছে। মানুষ দেখার জন্য, তাদের হারানো স্বজনদের লাশ খোঁজার জন্য সেখানে ছুটে আসছে। 
পরে ১৭ তারিখ সবাই জেনে যায়।

আমার তিন ঘনিষ্ঠ বন্ধু শাজাহান, বদিউজ্জামান এবং মনিরুজ্জামানের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করি। পরে আমরা তাদের বাড়িতে মৃতদেহ পৌছে দিই। kobirajhat24.net